Wednesday, February 13, 2008

কাক

আমাদের দেশে কাক যত দেখা যায় তত অন্য কোন দেশে দেখা যায় কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কাককে অনেকে অলুক্ষণে পাখি বলে। বাড়ির আশেপাশে এলে দুরছাই করে। কিন্তু কাকের মতো উপকারী পাখি মেলা ভার। যাবতীয় নোংরা নিজের উদরস্ত করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। তাদের মধ্যে সামাজিক বোধ খুবই প্রবল। কোন একটি কাক আক্রান্ত হলে বা মারা গেলে তার চারপাশে যত কাক জমায়েত হয় এবং তীব্র স্বরে প্রতিবাদ জানায় তা থেকে মানুষের শিক্ষনীয় অনেক কিছু আছে।

কয়েকটি দাঁড়কাক। আপাদমস্তক কালো রঙে আবৃত।


গলায় ধুসর রং। শরীরের অন্যান্য সমস্ত অংশ কালো। নাম পাতিকাক

No comments:

Post a Comment