Friday, February 29, 2008
সিলেটের হাকালুকি হাওর
প্রথম আলো পত্রিকায় গত ২৬ ফেব্রয়ারির নকশা পাতায় 'পাখির রাজ্য হাকালুকি' নামে একটি ফিচার বের হয়েছে। পড়ে বেশ ভাল লাগল।
পৃথিবীতে যেখানে একসঙ্গে ২০ হাজার পাখি দেখা যায় সে জায়গাটিকে বলে IBA বা Important Bird Aria আর সেখানে এক হাকালুকি হাওরে একসঙ্গে দেখা যায় এক লাখ থেকে দেড় লাখ পাখি। শীত মৌসুমের সময়ে হাকালুকিতে একসঙ্গে এত পাখি দেখা যায়, এতগুলো পাখি হাকালুকি হাওড়কে নিজেদের জন্য নিরাপদ আশ্রয় মনে করে এ আনন্দ বা কৃতিত্ব আমাদের বাংলাদেশের সবার।
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা সম্প্রতি সেখানে পৃথিবীব্যাপী বিপন্ন পাখি 'মেটে মাথা টিটি' দেখতে পেয়েছে। ৮-৯০টির মতো দলবদ্ধ অবস্থায় এদেরকে দেখতে পাওয়া সত্যিই আনন্দদায়ক।
হাকালুকির ২৩৫টিরও বেশি বিলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা এসে ভীড় জমায়, সাময়িক আবাস গড়ে তোলে। বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment