Wednesday, April 2, 2008

নতুন পাতা গজাবার দিন




বসন্তকাল এসে গেছে। গাছে গাছে নবপল্লব উকি দিচ্ছে। নতুনের আবাহনী সঙ্গীত শোনা যাচ্ছে। গাছে গাছে নতুন দিনের, নতুন বছরের সাড়া পড়ে গেছে। সবাই পুরনো পাতা ঝরিয়ে নতুন পাতায় নিজের শরীর সজ্জিত করায় ব্যস্ত। তাই চারপাশে সবুজ আলোর বিচ্ছুরণ দেখা যায়। এখন যে গাছকে দেখি সেই নতুন পোষাকে, নতুন সবুজে নিজেকে সাজিয়ে নিয়েছে। বসন্তের এই রূপ সত্যিই মনোহর।

প্রকৃতির এই এক মজার খেলা। পুরনো, জীর্ণ, দীর্ণকে পরিত্যাগ করে নতুন বছরের জন্য নিজেকে প্রস্তুত করা। নতুন ফুলের সুবাসে কিছুদিন আগে চারপাশ মৌ মৌ করতো। এখন এসেছে নতুন পাতায় শরীর ঢেকে ফেলবার সময়। গাছদের এখন আর তাই কোন অবসর নেই। তারা খুব ব্যস্ত।

কয়েকদিন আগে আমার কর্মক্ষেত্রে গাছেদের এমন কর্মব্যস্ততা বেশ চোখে পড়েছিল। আশেপাশের দরিদ্র মহিলারা সারাদিন গাছের তলায় পাতা কুড়াতে ব্যস্ত দিন কাটাতো। এখনই ঝাড় দিয়ে কিছু পাতা জড়ো করলো, আবার কিছুক্ষণের মধ্যেই আবার ঝরাপাতা দিয়ে গাছের তল ভর্তি হয়ে গেল। দরিদ্র মহিলারা বস্তা ভর্তি করে শুকনো পাতা জড়ো করেছে। তাদের কিছুদিনের জ্বালানীর চিন্তা মিটে গেছে।

আর এখন এসেছে নবপত্রপল্লবের দিন। এখন নতুন পাতা গজানোর দিন। নতুন সময়, নতুন বছর, নতুন গান গাইবার দিন।

No comments:

Post a Comment