Monday, April 21, 2008

রাস্তার পাশে গাছ




রাস্তার পাশে এরকম গাছ থাকলে সত্যিই ভাল লাগে। মানুষের যাওয়া আসার ক্লান্তির অনেকটা উপশম হয়ে যায়। গ্রীষ্মের তাপদাহে যখন পথিক অবসন্ন হয়ে পড়ে, তখন গাছতলার ছায়া যে কি স্বস্তি দেয় তা ঘটনার শিকার ব্যক্তিমাত্রই বুঝতে পারেন। আর শুধু ছায়া কেন, ফলবান বৃক্ষ হলে কিংবা দেশী বৃক্ষ হলে পাখিরা সেখানে বাসা বাঁধতে পারে। প্রকৃতির সদস্য হয়ে জীবনের বিস্তৃতি এবং বিকাশ ঘটাতে পারে। উপরের ছবি নেয়া হয়েছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা গ্রাম থেকে।

No comments:

Post a Comment