Wednesday, April 9, 2008

লামচিতা

বাংলাদেশে একটি অসাধারণ বাঘ আছেএর নাম লামচিতাএমন বাঘ আগে উপমহাদেশের মাটিতে নিশ্চিন্তে সদলবলে ঘুরে বেড়াতকিন্তু কালপরিক্রমায় তারা মানুষের সাম্রাজ্যবাদী পদক্ষেপের কাছে হেরে গেছেএখন ভারতে এই বাঘ বিলুপ্ত হয়ে গেছেবাংলাদেশের একমাত্র লামচিতা বাঘটি রয়েছে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের খাচায়এর ইংরেজি নাম Clouded Lepard এই বাঘটা মেয়ে বাঘএকটি পুরুষ বাঘ পাওয়া গেলে বংশবিস্তার করা যেতকিন্তু অনেক খুজেও এর কোন জোড়া পাওয়া যায়নিবাঘটির বয়স মাত্র ৪ বছরময়মনসিংহের গারো সম্প্রদায়ের মানুষেরা মাত্র ৬ মাস বয়সের এই বাঘটিকে তাদের বসতি এলাকা থেকে ধরেছিলএকা একাই ঘুরে বেড়াচ্ছিল বাঘটিতারা মনে করেছিল এটা বোধহয় কোন বিরল প্রজাতির বিড়াল ছানাকিন্তু আসলে এটা ছিল একটা সত্যিকারের বাঘ সেই থেকে ৪ বছর হয়ে গেছেএখন এর ওজন ২০ কেজিলম্বা সাড়ে ৪ ফুটউচ্চতা দেড় থেকে দুই ফুটআফ্রিকা ও কেনিয়াতে এই প্রজাতির বাঘ পাওয়া যায় বর্তমানে এই প্রাণীটি বিশ্বে দুষ্প্রাপ্য প্রাণীর তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশে এই বাঘ পাওয়ার অর্থ আমাদের এই দেশ পূর্বে এই বাঘের নিরাপদ আবাসভূমি ছিল।

No comments:

Post a Comment