বাংলাদেশে একটি অসাধারণ বাঘ আছে। এর নাম লামচিতা। এমন বাঘ আগে উপমহাদেশের মাটিতে নিশ্চিন্তে সদলবলে ঘুরে বেড়াত। কিন্তু কালপরিক্রমায় তারা মানুষের সাম্রাজ্যবাদী পদক্ষেপের কাছে হেরে গেছে। এখন ভারতে এই বাঘ বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের একমাত্র লামচিতা বাঘটি রয়েছে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের খাচায়। এর ইংরেজি নাম Clouded Lepard । এই বাঘটা মেয়ে বাঘ। একটি পুরুষ বাঘ পাওয়া গেলে বংশবিস্তার করা যেত। কিন্তু অনেক খুজেও এর কোন জোড়া পাওয়া যায়নি। বাঘটির বয়স মাত্র ৪ বছর। ময়মনসিংহের গারো সম্প্রদায়ের মানুষেরা মাত্র ৬ মাস বয়সের এই বাঘটিকে তাদের বসতি এলাকা থেকে ধরেছিল। একা একাই ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। তারা মনে করেছিল এটা বোধহয় কোন বিরল প্রজাতির বিড়াল ছানা। কিন্তু আসলে এটা ছিল একটা সত্যিকারের বাঘ। সেই থেকে ৪ বছর হয়ে গেছে। এখন এর ওজন ২০ কেজি। লম্বা সাড়ে ৪ ফুট। উচ্চতা দেড় থেকে দুই ফুট। আফ্রিকা ও কেনিয়াতে এই প্রজাতির বাঘ পাওয়া যায়। বর্তমানে এই প্রাণীটি বিশ্বে দুষ্প্রাপ্য প্রাণীর তালিকায় নাম লিখিয়েছে। বাংলাদেশে এই বাঘ পাওয়ার অর্থ আমাদের এই দেশ পূর্বে এই বাঘের নিরাপদ আবাসভূমি ছিল।
Wednesday, April 9, 2008
লামচিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment