সুন্দরবন বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রসীমানায় অবস্থিত। এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জাতিসংঘ থেকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
সুন্দরবন বাংলাদেশের মধ্যে বন্যপ্রাণীর সবচেয়ে বড় আবাসভূমি। ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী এর সম্পদ। এদের মধ্যে- স্তন্যপায়ী প্রাণী রয়েছে ২৭.৬০%
- সরিসৃপ রয়েছে ২৪.৪৭%
- উভচর রয়েছে ৩৬.৩৫%
- পাখি রয়েছে ৩৪.৫৭%
এই বাঘ পাওয়া যায়। এর সৌন্দর্য ও বন্যতার খ্যাতি বিশ্বজোড়া। বাঘ ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণী হল চিত্রলহরিণ, মায়াহরিণ, বন্যশুকর,বানর, শেয়াল,বাঘডাস, হনুমান, উদবিড়াল, কাঠবিড়াল, সজারু, বনমোরগসহ বিভিন্ন প্রজাতির পাখি।নিজস্ব প্রজাতির পাশাপাশি ঋতুভেদে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি সুন্দরবনের আকাশ কলকাকলিতে মুখরিত করে রাখে। প্রায় ৫০টিরও বেশি প্রজাতির পাখির নিয়মিত যাতায়াত রয়েছে সুন্দরবনে।
- হরিণ রয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার,
- বানর রয়েছে ৫০ হাজার,
- কুমির রয়েছে ২০০টি,
- বন্যশুকর রয়েছে ২৫ হাজার।
সুন্দরবনের কুমির।
সুন্দরবনে বিভিন্ন প্রজাতির সরীসৃপ রয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হল কুমীর চন্দ্রবোড়া, গোখরা, অজগর, রাজগোখরা, দারাস সাপ, গুইসাপ, গিরগিটি, টিকটিকি সহ সামুদ্রিক সাপ।


No comments:
Post a Comment