Sunday, March 16, 2008

ভুবন চিলের বাড়ি - বাস টার্মিনাল

পাশের ছবিটি প্রধান বাস টার্মিনালের পাশের মোবাইল ফোনের টাওয়ারে বানানো চিলের বাসা

কুড়িগ্রাম শহরের ব্যস্ত এলাকা হল বাসটার্মিনাল। এই জায়গাসারাদিন ব্যস্ত থাকে। এই হট্টগোলের জায়গাতে বাসা দিয়েছে চিল।

বড় বড় গাছ এখন আর নাই। তাই মোবাইল ফোন কোম্পানীর টাওয়ারকেই বেছে নিয়েছে বাসা বানাবার উপযুক্ত জায়গা বলে। গ্রামের মধ্যেও এখন আর চিলের বাসা বানাবার জন্য তেমন সুউচ্চ কোন গাছ নেই। সব কেটে ফেলা হয়েছে। মানুষের বিবিধ প্রয়োজনের কাছে চিলের বাড়ি বানাবার উপযুক্ত জায়গা নষ্ট হয়ে গেছে।

শহরের মধ্যে সারাদিন হৈচৈ, চিৎকার চেঁচামেচি হয়। বাস ট্রাকের হর্ণ চারপাশ কাপিয়ে তোলে। তারপরও চিলেরা সংসার পেতেছে ঠিক শহরের শরীরে। এটা অবাক হবার মতো ঘটনা। এর বিভিন্ন কারণের মধ্যে একটা হতে পারে যে শহরের খাবারের তেমন অভাব নেই। গ্রামাঞ্চলেও এখন সুউচ্চ টাওয়ার হয়ে গেছে। সেখানে বাসা বানায়নি। হয়তো সব টাওয়ারে বাসা বানাবার উপযুক্ত প্লাটফরম থাকেনা।




No comments:

Post a Comment