Saturday, March 22, 2008

বিশ্ব জল দিবস

পাশের ছবিটি নেয়া হয়েছে worldwaterday.org থেকে
আজ ২২ মার্চ বিশ্ব জল দিবস। জল একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। জীবনের সচলতার জন্য জলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নিরাপদ জল ছাড়া সুস্থ্য থাকাও দুরূহ।
বিশ্বে প্রত্যেক ৬ জনের মধ্যে মাত্র একজন নিরাপদ জল পান করতে পারে। নারী ও শিশুরা ২০০ মিলিয়ন ঘন্টা প্রতিদিন জলের খোঁজে ব্যায় করে। তাও তার উৎস অধিকাংশ সময় থাকে দূষিত।
দুষিত জলের প্রভাব খুবই সাংঘাতিক। প্রত্যেক ১৫ সেকেন্ডে একজন শিশু জলবাহিত রোগে মারা যায়। বিশ্বে বেশিরভাগ মৃত্যু ও রোগের কারণ দূষিত জল। মার্চের ২২ তারিখ সুপেয় জলের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিকভাবে অঙ্গীকারাবদ্ধ হবার দিন।
জাতিসংঘের সাধারণ পরিষদ একটি ঘোষণার মাধ্যমে ১৯৯২ সালের ২২ ডিসেম্বর একটি সিদ্ধান্ত নেয়। সেই থেকে প্রত্যেক বছর ২২ মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়।
বাংলাদেশের বিশুদ্ধ জলের অভাব খুব প্রকট। শহরাঞ্চলে তো বটেই গ্রামাঞ্চলও এর প্রভাবে বাইরে না। বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আর্সেনিক এর সংক্রমণ দুষিত জলের মাধ্যমেই ঘটেছে। আমাদের এখনই সুপেয় জল বিষয়ে সচেতন হওয়া উচিত।

No comments:

Post a Comment