Tuesday, March 18, 2008

মশার আগ্রাসন





ইদানীং পরিবেশ দূষণ খুব বেড়েছে। বিশেষত শহরাঞ্চলের ড্রেনেজ সিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে। জল জমে থাকে। পচা জলে মশা সংসার পাতে। ডিম ফোটায়। বাচ্চার জন্ম নেয়। এজন্য চারপাশে মশার অত্যাচার খুব বেড়ে গেছে। ঘরের ভিতর মশার গুনগুন স্পষ্ট শোনা যায়। আকাশে মেঘের মত ঘন হয়ে উড়ে বেড়ায়। পরিবেশ দূষণ যে কতটা বেড়ে গেছে, তা মশার বংশবৃদ্ধি দেখে বোঝা যায়।

No comments:

Post a Comment