Wednesday, March 19, 2008

ঘাস ফড়িং




হঠাৎ করে একটি ঘাস ফড়িং এর দেখা পেয়ে গেলাম। বহুদিন ফড়িং দেখিনা। ছোটবেলায় যখন দেবীগঞ্জে ছিলাম, তখন চারপাশে বেশ ঝোপঝাড় ছিল। ফড়িং এর পিছনে পিছনে খুব দৌড়াতাম। মাঝে মাঝে দু একটা ধরে ফেলতাম। লেজের ডগায় সুতো বেঁধে ছেড়ে দিতাম। ফড়িং এর ওড়ার তালে তালে সুতাটাও দোল খেয়ে উড়ত। দেখে খুব মজা পেতাম।

সেসময় আমি পঞ্চম/ ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। আমার তখন ঘুড়ি ওড়াবার খুব শখ ছিল। অনেকটা নেশার মত। নিজে নিজেই বিভিন্ন ধরণে ঘুড়ি তৈরি করতাম। চিলঘুড়ি, বাক্সঘুড়ি আর সাধারণ ঘুড়ি তো বানাতামই। একবার ফড়িং এর ডিজাইনের একটা ঘুড়ি তৈরি করে ফেলেছিলাম। অনেক উঁচুতে উড়িয়ে নির্মল আনন্দ পেয়েছি। আকাশ ছোঁয়ার শিহরণ হয়তো পেতাম তখন।

আর এখন ফড়িং দেখাই যায় না। হঠাৎ হঠাৎ দুএকটা চোখে পড়ে।

1 comment: