Saturday, May 10, 2008

জীবন থেমে থাকে না


যাবতীয় সীমাবদ্ধতার মাঝেও জীবনের বিকাশ ঘটে। প্রতিকূল পরিবেশের প্রতিরোধ করেই জীবন এগিয়ে যেতে চায় ভবিষ্যতের স্বপ্ন পৃথিবীর সন্ধানে। কেউ সফল হয় কেউ বা হয় না। এই যেমন এই ছোট্ট গাছটি। কংক্রিটের এক কঠিন ভিত্তিতে গেড়েছে স্বপ্নের শিকড়। বেঁচে থাকবার দুরূহ প্রচেষ্টায় নিয়ত সংগ্রাম তার। কিন্তু সাফল্য কি সে পাবে? যে স্বপ্নীল ভবিষ্যতের জন্য তার জন্ম হয়েছে এই পৃথিবীতে তাকে কি সে বাস্তবায়ন করতে পারবে? হয়ত পারবে, হয়ত পারবে না। তবুও জীবনের জন্য লড়াই করতে হয়। এগিয়ে যেতে হয় সমস্ত বাধাবিপত্তি ঠেলে দুহাতে সরিয়ে।

No comments:

Post a Comment