Saturday, May 10, 2008

বিশ্ব পরিযায়ী পাখি দিবস

আজ এবং আগামীকাল বিশ্ব পরিযায়ী পাখি দিবস (World Migratory Bird Day) পালিত হচ্ছে পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হচ্ছে এই দিবসে। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে এই দিবস পালন শুরু করা হয়। প্রত্যেক বৎসর ১০ ও ১১ মে তারিখে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই দিবসকে পালন করা হয়। এবারের দিবসের শ্লোগান হল "পরিযায়ী পাখি: জীব বৈচিত্রের দূত"। বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূরীকরণই এই দিবস পালনের উদ্দেশ্য।

পরিযায়ী পাখিদেরকে আগে অতিথি পাখি বলা হত। কিন্তু নিবিড় গবেষণায় দেখা গেছে যে এরা অতিথি নয়। বরং যে দেশে যায় সেখানে তারা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বৎসরের বেশ কয়েকমাস তারা ভিনদেশে বাস করে। বরং তারা নিজ দেশে বাস করে স্বল্প সময়ের জন্য। এই সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। বাংলাদেশে এখনও মানুষের মধ্যে সেভাবে সচেতনতা সৃষ্টি হয় নাই বলে এখনও পরিযায়ী পাখিদেরকে সুস্বাদু খাদ্যের উৎস বলে মনে করা হয়। এই অবস্থার পরিবর্তন হওয়া আবশ্যক।

No comments:

Post a Comment