Saturday, May 10, 2008

বিপন্ন উল্লুক

বাংলাদেশের বন্যপ্রাণীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছেআজকের একটা খবর হল "বাংলাদেশে উল্লুকের সংখ্যা কমে যাচ্ছে"খবরে বলা হয়েছে:-

দেশের ১০ প্রজাতির বানরের মধ্যে ৮টিই কোনো না কোনোভাবে হুমকির সম্মুখীনএদের মধ্যে সবচেয়ে বিপন্ন উল্লুকআকার, আকৃতি ও আচরণের কারণে সহজে দৃষ্টি কাড়ে গোরিলা কিংবা শিম্পাঞ্জির মতো দেখতে লেজহীন এই উল্লুকতবে আশঙ্কার বিষয়- উপযুক্ত আশ্রয় ও খাদ্যাভাবে বাংলাদেশে মহাবিপন্ন প্রজাতির তালিকায় থাকা উল্লুকের টিকে থাকা দায় হয়ে পড়েছেগত দুই দশকে এর সংখ্যা তিন হাজার থেকে কমে নেমে এসেছে ৩০০-এ

খবরটা পড়ে খারাপ লাগলআমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী বন্যপ্রাণীর সাথে আমাদের সম্পর্ক শুধুই শত্রুতারযে কোন বন্যপ্রাণী আমাদের চোখে পড়লে আমাদের প্রথম চিন্তা থাকে তাকে কিভাবে হত্যা করা যায়প্রাণীরাও এটা জানেতারাও আমাদেরকে এড়িয়ে চলেতারা জানে আমাদের মধ্যে মানবিকতার পরিমাণ খুব কম তারই ধারাবাহিক ফল এই উল্লুকের সংখ্যা কমে যাওয়াশুধু যে আমাদের অন্তর্গত হিংস্রতা এর জন্য দায়ী তা নয়আমাদের অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞতা ইত্যাদির কারণেও বন্যপ্রাণীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছেপরিবেশের ক্ষতি, উপকারী ও দেশীয় গাছ কেটে ফেলা ইত্যাদি কারণে বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র ধীরে ধীরে নষ্ট হয়ে গেছেআর তার প্রভাব পড়ছে বন্যপ্রাণীদের জীবনে

উল্লুক সারাবিশ্বেই বিপন্ন প্রজাতির তালিকায় নাম লিখিয়েছে অনেক আগেইআমরা তাদেরকে রক্ষা করতে পারতামকিন্তু সেই সুযোগ আমরা গ্রহণ করিনিখবরে দেয়া তথ্য অনুযায়ী " বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্ট (ডব্লিউটিবি)- এর নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে জানান, গত ২০ বছরে বাংলাদেশের উল্লুকের সংখ্যা তিন হাজার থেকে কমে ৩০০-এ নেমে এসেছে" খবরে আরও একটি বিশেষ তথ্য রয়েছে। "ডব্লিউটিবি এর তথ্যমতে, বাংলাদেশেরর উত্তর-পূর্ব (বৃহত্তর সিলেট) ও দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম) এলাকার বন ছাড়াও ভারত (উত্তর-পূর্বাংশ), মিয়ানমার (পশ্চিমাংশ) এবং চীনে উল্লুক দেখা যায়উল্লুক প্রাইমেট গ্রুপের একটি হলো লেজার এপ, অন্যটি গ্রেটার এপআর এই গ্রেটার এপ-এর আওতায় রয়েছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং"

উল্লুকের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ বনাঞ্চল ধ্বংসবাংলাদেশে লাউয়াছড়া জাতীয় উদ্যান উল্লুকের প্রধান আবাসস্থলএছাড়াও সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উল্লুক বাস করেবনাঞ্চল ধ্বংসের সাথে উল্লুকের বাসস্থান ও খাদ্যর উৎস নষ্ট হয়ে যাচ্ছেআমাদের অতিদ্রুত সচেতন না হলে এই সুন্দর প্রাণিটিকে দেশ থেকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment