প্রকৃতিতে আগুনের ছোঁয়া স্পষ্ট অনুভব হচ্ছে। এখন বসন্ত কাল নয়। তারপরও গাছে গাছে যেভাবে ফুলে ভরে আছে তা দেখে অবাক না হয়ে পারা যায় না। এটা কি রাধাচূড়া নাকি কৃষ্ণচূড়া। আমি উদ্ভিদ বিজ্ঞানী নই। প্রচলিত সামাজিক নিয়ম মত গাছেদের সাথেও আমার সম্পর্ক ততটা ঘনিষ্ঠ নয়। তাই নির্দিষ্ট করে বলতে পারছি না যে এটা কৃষ্ণচূড়া নাকি রাধাচূড়া। অবশ্য জানি যেটা একটু হালকা রঙ সেটা রাধাচূড়া। মাদাগাস্কার থেকে আসা এই গাছটি আমাদের প্রকৃতিতে অপার সৌন্দর্য যোগ করেছে ঠিকই। কিন্তু এটা কতটা বাংলাদেশের পরিবেশ বান্ধব তা অবশ্যই ভাবনার অবকাশ রাখে। কারণ এই গাছে কোন পাখি বাসা বাধে না। পাখিরা বসেও কম। তা এটা অবশ্য অন্য কথা। সেটার প্রসঙ্গও ভিন্ন। সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের গাছদুটো যেভাবে ফুলের ভারে নুয়ে পড়েছে, তাতে থমকে না দাঁড়িয়ে পারলাম না।
Wednesday, May 14, 2008
প্রকৃতিতে আগুন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment