Sunday, May 11, 2008

চিলের বিষ্ঠা


কুড়িগ্রাম শহরে সম্ভবত ৪০টির বেশি চিলের বাস। আমি পাখি বিশেষজ্ঞ নই। পাখি সম্পর্কে কোন প্রশিক্ষণ নেই। তাই ঠিকমত হয়ত তাদের সংখ্যা গুনতে পারিনি। তবে আরও কয়েকজনের মুখে সংখ্যাটির সপক্ষে সমর্থন পেয়েছি।

কুড়িগ্রামে নতুন বাজারের মোড়ে ফায়ার সার্ভিস এর অফিস। এই অফিসের ঠিক দক্ষিণ পাশে বড় বড় কয়েকটা ইউক্যালিপটাস গাছ আছে। এ বিষয়ে আমার পূর্ববর্তী একটি পোস্ট আছে এখানে। এই গাছে ২০টির বেশি চিল রাত্রিযাপন করে। সন্ধ্যার আগে আগে আসে। গাছের মাথার উপরে পাক খেয়ে ঘুরে ঘুরে উড়ে এসে মগডালে আশ্রয় নেয়। ততক্ষণে চারপাশে সন্ধ্যা নেমে আসে। অন্ধকার আলোকে আড়াল করে ফেলে। ভালমত সব কিছু চোখে পড়ে না। আবার ভোর হতে না হতেই চিলেরা খাদ্যের সন্ধানে চলে যায় দৃষ্টিসীমার বাহিরে, অনেক দূরে। কিন্তু নীচের রাস্তায় তার ছাপ থেকে যায়। সারারাত্রি তাদের মলত্যাগের চিহ্ন রাস্তায় স্পষ্ট হয়ে চোখে পড়ে।

No comments:

Post a Comment