Thursday, May 1, 2008

শাপলার কোণে পাখির বাসা

শহরের জিরো পয়েন্ট শাপলা মোড়। পূর্বে এখানে রেলঘুন্টি ছিল। পরিবর্তিত শহর পরিকল্পনা কিংবা বাণিজ্যিক উপযোগীতা কোন একটির কথা চিন্তা করে রেল লাইন কুড়িগ্রাম শহর থেকে তুলে দেয়া হয়েছে। মোড়ের পূর্ব কোণে আওয়ামী লীগ অফিস। এখন বিবর্ণ এবং নিরব। তার পাশ দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে ছোট একটি রাস্তা। পাশে স-মিল। এই কোণের একটি বিদ্যুতের খুঁটি পাখিটির কেন যে বাসা বানাবার জন্য পছন্দ হল তা বলা মুশকিল। কারণ জায়গাটা সারাদিন এবং রাতের অধিকাংশ সময় হৈ হট্টগোলে ভরা থাকে। হৈ চৈ চেচামেচি তথা যাবতীয় শব্দদূষণ জায়গাটির অন্যতম বৈশিষ্ট্য। তারপরও পাখিটির কাছে সুখের নীড় অসুখে পরিণত হয়নি।





No comments:

Post a Comment